সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ভঙ্গুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পরদিন শুক্রবার (১৫ আগস্ট) ছাত্র-জনতা ভঙ্গুর ওই প্রতিকৃতির অবশিষ্ট অংশও ভেঙে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিতে দেখা যায়, মো. রাসেল হোসেন নামের একজন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রেখে যান। এ সময় রাসেলের পরিচয় শনাক্ত হলেও বাকিদের পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গভীর রাতে দুই ব্যক্তি এসেছিলো। একজন ফুল দিয়েছে, আরেকজন মোবাইল ফোনে ভিডিও করছিলো। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]