কলারোয়ায় মাঠে বাধা গরু দড়ি ছিড়ে পাশ্ববর্তী বাগানে গিয়ে ঘাস খাওয়ার অপরাধে লোহার সাবল দিয়ে পিটিয়ে ও খুচিয়ে মারাক্তক জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-বুধবার (২১মে ২৫) বিকাল ৫টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের দফাদার পাড়ায়।
বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম সাংবাদিকদের জানান-তার ৮মাসের একটি গাবিন গরু বাড়ীর পাশে মাঠে বেধে রাখেন। গরুটি দড়ি ছিড়ে পাশ্ববর্তী একটি আম বাগানে ঢুকে পড়ে। সেখানে ঘাস খাওয়া দেখতে পেয়ে বাগান মালিক মারুফ হোসেন লোহার সাবল নিয়ে দৌড়ে এসে এলোপাতাড়ী পিটিয়ে ও খুচিয়ে মারাক্তক জখম করে। গরুটির ডাকচিৎকারে তিনি ছুটে গিয়ে গরু মারার প্রতিবাদ জানালে তার ভাই ফারুক হোসেন লাঠিসোটা নিয়ে ছুটে এসে তাকে উল্টো মারতে আসেন এবং গালি দেন।
পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত গরুটি উদ্ধার করে প্রাণী চিকিৎসকের কাছে নিয়ে যান। বর্তমানে গরুটি দুই দিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছে। প্রাণী চিকিৎসক বলেছেন গরুটি গাবিন ছিলো, পেটে আঘাত লাগার কারনে হয়তো খাওয়া ছেড়ে দিয়েছে। ঔষাধ দেয়া হয়েছে দুই এক দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]