সাতক্ষীরার কলারোয়ায় গাছ থেকে পড়ে তৌহিদুর রহমান (৪২) নামের এক যুবক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গাছে উঠে ডাল ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে সে মারা গেছে বলে স্থানীয়রা জানায়।
তৌহিদুরের ছোট ছেলে মুকুল হোসেন জানান, ‘পার্শ্ববর্তী ধান্যতারা গ্রামের আম ব্যবসায়ী বজলুল রহমানের জনে বা কামলা হিসেবে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে গয়ড়া গ্রামের মৃত আবুল হোসেনের আম গাছে চারজন মিলে ছোট আম বা আমের গুটি ভাঙছিলেন।
হঠাৎ আমগাছের ডাল ভেঙে পড়ে নিচে থাকা ইটের গাদার উপরে পড়ে যায় আমার আব্বা। সেসময় তার মাথায় ও মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। প্রথমে তাকে সাতক্ষীরার বুশরা হাসপাতালে ভর্তি করি। পরে খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ১২ এপ্রিল রাত ১০টার দিকে আমার আবার মৃত্যু হয়।’
তিনি আরো জানান, ‘তার পিতা তৌহিদুর রহমান গয়ড়া বাজারে ঝাল-পেঁয়াজের ব্যবসা করতো। পাশাপাশি অন্যান্য কাজকর্মও করতো।’
তৌহিদুর রহমানের স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ পরিচালনা করেন কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আক্তার ফারুক।
জানাজা নামাজ শেষে রামভাদ্রপুর সরকারি গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, তৌহিদুর বিভিন্ন মৌসুমে বিভিন্ন কাজ ও ব্যবসা করে থাকে। মঙ্গলবার তৌহিদ জনৈক আবুলের আম গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে আশংকা জনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।’
তৌহিদের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]