সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি শামীনুল ইসলাম জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অপমৃত্যুর রেকর্ড থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়- শনিবার বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মিয়ারাজ বিশ্বাস (৬২) নামের একজন কৃষক গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে নিয়ে আসার পর বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্রে পারিবারিক ঝগড়াঝাটির কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেলেও ময়না তদন্ত প্রতিবেদন ও অধিকতর তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবীর হোসেন চৌধুরী জানান, কাদপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মিয়ারাজ বিশ্বাস (৬২) নামের একজন কৃষক গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুবরণ করেন। মিয়ারাজের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।
স্থানীয় সাদাত হোসেন জানান, মিয়ারাজ শুক্রবার রাতে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা এলাকার ক্লিনিকে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থা দেখে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মিয়ারাজের মৃত্যু হয়।
চন্দনপুর ইউনিয়নের ২নম্বর কাদপুর ওয়ার্ডের মেম্বর নিজাম উদ্দিন মন্টু জানান, ২ সন্তানের জনক মিয়ারাজ বিশ্বাস পেশায় একজন কৃষক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]