কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালত কার্যক্রম আরো গতিশীল ও ইউপি সদস্যদের দক্ষতা অর্জনের জন্য উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন চলছে। ব্যাচ ভিত্তিক এ প্রশিক্ষন আগামী ২৮ মে পর্যন্ত চলবে। প্রশিক্ষনে ইউপি সদস্যদের উপস্থিত নিশ্চিত করার জন্য উপস্থিত সকল চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করেন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা, কমিটির সদস্য, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, মহিল বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার এবং ১২টি ইউনিয়নের চেয়ারম্যানগন, গণমাধ্যমকর্মিসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুকলা মিশ্র।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]