নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ঐ ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক বিএম ফিরোজ'র সভাপতিত্বে কেঁড়াগাছি ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ইমাদুল হক ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু সাঈদের যৌথ পরিচালনায় অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলা সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক প্রভাষক ইমরুল হোসেন মিন্টু, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক একেএম আজাদ হোসেন, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ মাহমুদুল হাসান, ডাঃ মোঃ বাবর, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান।
এ ছাড়াও গ্রাম ডাক্তার- তানভীর হাসান, ওলিউর রহমান, ওবায়দুল্লাহ সহ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে গ্রাম ডাক্তার ইমাদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে গ্রাম ডাক্তার আবু সাঈদ, সহ সভাপতি পদে হবিবুর রহমান ও জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে গ্রাম ডাক্তার আবু রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক পদে গ্রাম ডাক্তার তানভীর হোসেন, প্রচার সম্পাদক পদে গ্রাম ডাক্তার বাবুল আনাম ও ক্রীড়া সম্পাদক পদে গ্রাম ডাক্তার ওবায়দুল্লাহ এর নাম প্রস্তাব ও সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম ডাক্তার আবু তাহের।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]