কলারোয়া উপজেলাতে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া সরকারী জি,কে,এম, পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন,কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, প্রধান শিক্ষক মোঃ আখতার আসাদুজ্জামান চান্দু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, শেখ রাশেদুল হাসান কামরুল, মোঃ আঃ সালাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হুমায়ুন কবির, কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সাধারন সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, জাহিদুর রহমান খান চৌধুরী, সুপার মাওলানা ওসমান গনি, মোঃ আলতাফ হোসেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ফুটবল (বালক) ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল বনাম কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে । কয়লা মাধ্যমিক বিদ্যালয় কে ১-০ গোলে হারিয়ে কলারোয়া সরকারি জি, কে,এম,কে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। কাবাডি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবলে (বালক) চ্যাম্পিয়ান হয়েছে কলারোয়া সরকারি জি, কে,এম,কে পাইলট হাইস্কুল ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে কয়লা মাধ্যমিক বিদ্যালয়। বালিকাদের ফুটবলে কাজীরহাট গালর্স চ্যাম্পিয়ান ও কয়লা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাঁতারে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে পুরুষ্কার লাভ করে। খেলা গুলি পরিচালনা করেন আঃ মান্নান, আঃ গফুর, মাহফুজা খানম, শেখ সেলিম, মোঃ তজিবুর রহমান, রেফারী সাজেদুল করিম তপু,মোঃ মোশাররফ হোসেন, আঃ মাজেদ,স্বপন চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম।
ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]