সময়ের পরিবর্তনের সাথে সাথে কৃষি চাষাবাদেও ব্যাপক পরিবর্তন এসেছে। একদিকে যেমন কৃষকেরা সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত চাষাবাদ শুরু করেছেন, অন্যদিকে গরুর হাল চাষ অনেকটা উঠিয়ে গেছে। সেখানে দু’টি ঘোড়া দিয়ে চাষাবাদ অনেকটা রূপকথার গল্প মনে হলেও ঘোড়া দিয়ে জমি চাষ করার বাস্তবতার প্রতিফলন ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়।
সম্প্রতি উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের কলারোয়া-খোরদো সড়কের পাশে অকল্পনীয় বিষয়টি বাস্তবে দেখা গেছে।
জানা গেলো- স্থানীয় আলাইপুর গ্রামের আনারুল ইসলাম ও পাঁচনল গ্রামের আজহারুল ইসলাম এখনো ঘোড়া দিয়েই হালচাষ করেন।
কৃষক আজহারুল ইসলাম বলেন, ‘প্রায় ৪ বছর থেকে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। নিজের সামান্য জমি চাষাবাদের পাশাপাশি অন্যের জমি চাষ করে যা উপার্জন করি তা দিয়ে সংসার চালানো হয়।’
তিনি আরো বলেন, ‘নিজের জমি চাষ করেও অপরের জমিতে টাকার বিনিময়ে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হাল চাষ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ শতাংশ জমি চাষাবাদের উপযোগী করতে পারি।’
তিনি জানান, ঘোড়া দিয়ে মানুষের ইরি বোরো জমিতে মই দিয়ে চাষে সহায়তা করছেন। এতে বিঘা প্রতি একচাষ ৩শ’ টাকা করে নেন। ঘোড়া দিয়ে জমি চাষ ও মই চাষের জন্য প্রতিনিয়ত তার ঘোড়ার হালের প্রচুর বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক কৃষক ঘোড়া দিয়ে হাল চাষ করার ইচ্ছা পোষণ করেন।’
স্থানীয়রা জানান, ‘ঘোড়ার ব্যবহার নতুন নয়। তবে কালের বিবর্তনে ঘোড়া দিয়ে হাল চাষ স্থানে পেয়েছে ইতিহাসের পাতায়। প্রযুক্তির এই যুগে এসেও ঘোড়া দিয়ে কেউ মাঠে চাষ করবে সেটা অনেকটা অকল্পনীয় বটে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]