কলারোয়ায় মরহুম চাঁদ আলী সরদার স্মৃতি ৯ম ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে কলারোয়ার নাকিলা গ্রামের নিজ বাড়িতে নাকিলা যুব সংঘের উদ্যোগে ৮ দলীয় এই স্মৃতি টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
নাকিলা ব্যাডমিন্টন ক্লাব ও নাকিলা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, সাতক্ষীরা জেলা জর্জ কোর্টের এপিপি আশরাফুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি,
এছাড়াও উপস্থিত ছিলেন কাজির হাট বাজার মসজিদের সভাপতি আলহাজ্ব আয়ুব আলী, ইউপি সদস্য সোনিয়া লাইলা নার্গিস, মোস্তফা কামাল মোস্ত, কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম আলমগীর কবির, বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়া উপজেলা শাখার সভাপতি সরদার জিল্লুর রহমান, কলারোয়া পৌরপ্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার আলি, সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক শেখ রাজু রায়হান, কাজির হাট পল্লি বিদ্যুৎ সমিতির ইনচার্জ নেফাস উদ্দিন,
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ক্রীড়ামোদী সাধরণ দর্শকবৃন্দ।
খেলায় সভাপতিত্ব করেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মরহুম চাঁদ আলী সরদারের পুত্র স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (বাবু)।
প্রতি বছরের ন্যায় এবছরেও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক বঙ্গবন্ধু রিলিফ কমিটির চেয়ারম্যান মরহুম চাঁদ আলী সরদার স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করে নাকিলা যুব সংঘ।
আজকের এই চাঁদ আলী সরদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকার কথা ছিল মরহুম চাঁদ আলী সরদারের পুত্র সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদকীয় মন্ডলীর সদস্য কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা সরদার মুজিবের।
বিশেষ কারনে তিনি এই স্মৃতি টুর্নামেন্টে উপস্থিত হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। ৮ দলীয় নক আউট খেলায় চ্যাম্পিয়ন হয় আশাশুনি ব্যাডমিন্টন দল ও রানার্সআপ হয় সাতক্ষীরা দল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]