কলারোয়া উপজেলা চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
'সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন'- এই শ্লোগানে শনিবার সকাল ১১টায় কলারোয়া সরকারি প্রাইমারী স্কুলের অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক তাহমিনা পারভীন লিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ গ অঞ্চলের ডিরেক্টর মো. আরিফ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়ার সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ চ অঞ্চলের ডিরেক্টর ডা. নোয়েল চালর্স গোমেজ, খুলনা ও সাতক্ষীরা ক্লাস্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, খুলনা ও সাতক্ষীরা জেলা ম্যানেজার মো. মামুনুর রহমান মিয়া, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা।
সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন কলারোয়ায় চাকুরীজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ বকুল।
বার্ষিক প্রতিবেদনে ২০২২-২০২৩ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব-নিকাশ, লভ্যাংশ বন্ঠন পেশ ও অনুমোদন এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও নিরীক্ষা সংশোধনী অনুমোদন, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও অনুমোদন পাঠ ও অনুমোদন করা হয় এই সাধারণ সভায়।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
শেষে ক্রেডিট ইউনিয়নে জমাকৃত সর্বোচ্চ শেয়ার সঞ্চয়কারী ১জন, নিয়মিত লেনদেনকারী সদস্যদের মধ্যে এবং সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মধ্যে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]