নিজস্ব সংবাদদাতা: কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের (চল্লিশোর্ধ্ব) শিরোপা জয় করেছে খুলনা ভেটেরান্স এফসি। খুলনা ভেটেরান্স এফসি ও যশোর নব্বই এফসির ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে ৩-২ গোলে খুলনা ভেটেরান্স এফসি জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে চারদলীয় নক আউট এ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
কলারোয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টটি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত ২১ কর্মকর্তা ও সদস্যদের স্মরণে নিবেদন করা হয়েছে। উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় খুলনা ভেটেরান্স এফসি ও সাতক্ষীরা সোনালী অতীত এফসি। এ খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারে ৩-২ গোলে খুলনা ভেটেরান্স এফসি জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়।
রাতে পরের খেলায় মুখোমুখি হয় যশোর নব্বই এফসি ও কলারোয়া সোনালী অতীত এফসি। এ খেলায় যশোর নব্বই এফসি ২-১ গোলে জয়লাভ করে ফাইনালে খুলনা ভেটেরান্স এফসির সঙ্গী হয়। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ও ট্রফি ব্যক্তিগত অর্থায়নে প্রদান করেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিজিত দলের প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ (কচি)। টু্র্নামেন্ট স্পন্সর করেছেন মার্কিন প্রবাসী ক্রীড়ানুরাগী মিঞা মাহবুব হোসেন বিপ্লব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]