মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় অর্থ কষ্ট আর উন্নতচিকিৎসার অভাবে মৃত্যুর দিনক্ষণ গুনছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ।অন্যের জন্য যিনি জীবনভর কাজ করে আসছেন এখন তিনি নিজেই অসহায়। একদিকে সংসারের টানাপড়েন।
অন্যদিকে মরণব্যাধি রোগ ঘিরে ধরেছে। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তার। এমন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তার গ্রামের বাড়ি উপজেলা সোনাবাড়ি গ্রামে। তার
পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না তার। গত ৫ বছর ধরে স্ট্রোকের রোগী হয়ে তীব্র ব্যথা-যন্ত্রণা নিয়ে বাড়িতে বিছানায় পড়ে আছেন।
পাশাপাশি ডায়াবেটিক ও কিডনির সমস্যা নিয়ে পড়ে আছি দীর্ঘদিন। এই বিষয়ে তার বড় মেয়ে সামিরা রহমানের কাছে জানতে চাইলে বলে বর্তমানে পরীক্ষা-নরীক্ষা করে দেখা গেছে বাবার তার হার্ট নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক চলাফেরা করা কষ্টকর। বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, তার এখন হার্টের পেস মেকার বসাতে হবে। কিন্তু এর আগেও একবার হার্ডের রিং পরানো আছে।
এই মুহূর্তে বিশেষজ্ঞ ডাক্তারদের মতামতের ভিত্তিতে তার দীর্ঘমেয়াদি উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তিনি বর্তমানে খুলনা সিটি হাসপাতালে ভর্তি হয়েছে। তাছাড়া তিনি দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা নিতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারে তিনি উপার্জনক্ষম হওয়ায় বর্তমানে সংসারে ২ সন্তানের পড়াশুনা চালানো ও নিজের চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন।
এ অবস্থায় তার পরিবার সরকার এবং হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে আব্দুল হামিদ দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। এই গুণী সিনিয়র সাংবাদিক জীবনের বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন। তিনি কলারোয়া প্রেসক্লাবে কয়েকবার নেতৃত্ব দিয়েছেন।
এ ব্যাপারে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ ও মোস্তফা হোসেন বাবলু সরজমিনে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে যে য়ে জানান অর্থাভাবে সাংবাদিক আব্দুল হামিদের প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক। তিনি সাংবাদিকতার মাধ্যমে এলাকায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই মুহূর্তে জরুরিভাবে তার পাশে দাঁড়ানো প্রয়োজন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]