কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় চেকের মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাটি ব্যবসায়ী যুবদল নেতা জামালউদ্দীন টুটুলকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর সদস্যরা।
শনিবার দুপুর ১২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামালউদ্দীন টুটুল কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দীন মন্টুর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।
জানা গেছে, টুটুল একজন মাটি ব্যবসায়ী। বরিশাল জেলার মুলাদী থানা এলাকা থেকে মাটি কাটা মেশিন (স্কেভেটর) ভাড়ায় নিয়ে কলারোয়ার বেত্রবতী নদীর মাটিসহ বিভিন্ন এলাকায় মাটি কাটার ব্যবসা করে। একপর্যায়ে মাটি কাটা মেশিনের মালিক ভাড়া বাবদ টুটুলের নিকট ২ লক্ষ টাকা পাওনা করে। এ ঘটনায় টুটুলের নামীয় একটি চেক দিয়ে মেশিন মালিকের নিকট থেকে পাওনাকৃত টাকার সময় নেয়। পরবর্তীতে টুটুল টাকা দিতে ব্যর্থ হলে স্কেভেটরের মালিক বরিশাল আদালতে টুটুলকে আসামি করে একটি চেকের মামলা দায়ের করে। ওই মামলায় বিজ্ঞ আদালত টুটুলকে ৪ মাসের সাজাসহ ২ লাখ টাকা জরিমানা করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
ওই গ্রেফতারী পরোয়ানায় টুটুলকে সাতক্ষীরা র্যাব-৬ এর সিপিসি-১ গ্রেফতার করে কলারোয়া থানায় সোপার্দ করে।
সাতক্ষীরা র্যাব-৬ সিপিসি-১ কোম্পানীর প্রধান রেজাউল ইসলাম বলেন, বরিশাল জেলার মুলাদী থানার ৪ মাসের সাজাপ্রাপ্ত ও ২ লাখ টাকার জরিমানার আসামি হওয়ায় টুটুলকে গ্রেফতার করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন র্যাবের হাতে গ্রেফতার হওয়া টুটুলকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি মাটি ব্যবসাকে কেন্দ্র করে দলীয় কয়েকজনের দ্বারা মারাত্মক আহত হন যুবদল নেতা টুটুল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]