কলারোয়ায় র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
' স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১০ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দূর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হুমায়ুন কবির, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপ-সহকারী কৃষি অফিসার আবির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, আজমল হোসেন বাবু, প্রকল্প বাস্তবায়ন অফিসের রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল ডিফেন্সের সদস্য ও সুধীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]