কলারোয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
'স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময়' -এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপনে মহড়া প্রদর্শন, র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দূর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হুমায়ুন কবির, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, সহকারী কৃষি অফিসার আবির হোসেন, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, আরিফুল হক চৌধুরী, সেলিম খান, আজমল হোসেন বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল ডিফেন্সের সদস্য ও সূধিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]