কলারোয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন”
এই প্রতিপাদ্যোকে সামনে রেখে সোমবার(২৭ফেব্রæয়ারী) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে
দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায়
সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। সভায় বিশেষ
অতিথির বক্তব্য দেন-উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তুহিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, উপঝেরা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার
হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিসংখ্যান অফিসের শারমিন নাহার, দীপা রাণী ঘোষ, সাংবাদিক এমএ সাজেদ প্রমুখ।
এর আগে দিবসের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]