দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস' ও জাতীয় স্থানীয় সরকার দিবস' ২৪' উদযাপিত হয়েছে। মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টা থেকে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবস দু'টি উৎযাপন করা হয়। স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস উপলক্ষ্যে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সূধি ও সাংবাদিকবৃন্দ। পরে একই ভ্যেনুতে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]