
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী।
এবারের প্রতিপাদ্য ছিল "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি"।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনানুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, বিএনপি নেতা সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু।
খামারিদের মধ্যে বক্তব্য দেন আলি হায়দার।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
অনুষ্ঠান খামারিদের উদ্যোগে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল দেয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]