সারাদেশের ন্যায় কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩ এর উদ্বোধন করা হয়েছে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়ায় "জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩' উদযাপন করা হচ্ছে।
রবিবার (১২ মার্চ) সকালে উদ্বোধনী দিনে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, শিক্ষার্থীদের জন্য শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক তুলে ধরে জনসম্মুখে প্রচার করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী দিন ১২, ১৩ ও ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
কর্মসূচিতে "শিক্ষা জাতির অধিকার, শিক্ষা জাতির অহংকার" "শতভাগ ভর্তির হার জাতির জন্য অহংকার", "যদি চাও উন্নতি, শিক্ষা ছাড়া নাই গতি" ও শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো" এমনি শ্লোগানে শ্লোগানে লিপিবদ্ধ প্লাকার্ডগুলি উপজেলা প্রশাসন, শিক্ষা অফিস, শিক্ষক মিলনায়তন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে।
তিনি আরো জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে আগামী ১৩ ও ১৪ মার্চ ক্রীড়া, সংস্কৃতিবিষয়ক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে নিয়ে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগামী দিনের সুনাগরিক গড়ে তুলতে শিশুদের শিক্ষার জন্য সর্ব্বোচ্চ আন্তরিকতায় কাজ করে যাচ্ছে বলে মতামত প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]