কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২৩'র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা' স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১৪ মার্চ) বিকালে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান। সব শেষে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত কৃতি শিক্ষার্থী নোশাইবা শারমিলিকে শ্রেষ্ঠ কাব শিশু হিসাবে সন্মাননা স্মারক প্রদান করা ও কোমলমতি শিক্ষার্থীদের অংগ্রহনে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিসের আযোজনে গত রবিবার ১২ মার্চ থেকে শুরু হওয়া "জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩' এ ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, শিক্ষার্থীদের জন্য শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক তুলে ধরা ও চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ক্রীড়া প্রতিযোগীতার মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]