কলারোয়া প্রতিনিধি: “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় ভোটার দিবস দিবস-২০২৪’ উপলক্ষে শনিবার (২ মার্চ) সকাল ১০ টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শিক্ষক মাসুদ হোসেন, এসআই রবিউল ইসলাম, এএসআই আসলাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সাদ্দাম হোসেন, ফজলুসহ উপজেলায় কর্মরত অধিকাংশ দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ।
পৌর মেয়র বলেন, জনসচেতনতা তৈরি এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরও দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। সঠিক ভোটার নির্ণয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]