সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে।
'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'- শীর্ষক প্রতিপাদ্যে মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার নির্মল কুমার, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আনসার ভিডিপি অফিসার হালিমা খাতুন, মেরিন ফিসারিজ অফিসার কুমার প্রশান্ত দাশ, মৎস্য সমিতির সভাপতি বিমল পোদ্দার, মৎস্য ব্যবসায়ী এনায়েত খান টুনটু, মৎস্য হ্যাচারি মালিক মেহেদি হাসান জুয়েল প্রমুখ।
পরে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মাছ চাষে বিশেষ অবদানের জন্য প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে আর্থসামাজিক উন্নয়নে জনগণের সম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]