বৃহস্পতিবার কলারোয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় শিশু - কিশোর প্রতিযোগীতার ক্বিরাত, আজান,হামদ/নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মডেল কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জনের বেশি শিক্ষার্থী অংশ গ্রহন করে। ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুল ইসলাম বলেন, ছাত্র -ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।
বিচারকের দায়িত্ব পালন করেন ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মোঃ সিরাজুল ইসলাম, খতিব মোঃ খায়রুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হুসাইন, মোঃ এরশাদ আলী, মোঃ মহিদুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, মোঃ জিল্লুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুফতি মতিউর রহমান, আরবি প্রভাষক মোঃ আবুল কাশেম, ইংরেজি প্রভাষক শিরিন আক্তার।
পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। কলারোয়া উপজেলা পর্যায়ে বিজয়ীরা আগামী তে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা সর্বাধিক ১৫ টি পুরুষ্কার অর্জন করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]