কলারোয়ায় "জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২৩' অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গরবার(১১ জুলাই) সকাল ৯ টায় সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে শিশু শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহন করেন। ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলায় অতিথি হিসাবে উপন্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান। খেলা উপ কমিটির আহবায়ক সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধুসুদনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে সকল খেলা উপভোগ করেন ক্রীড়া সংগঠক কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সহাকারী শিক্ষা অফিসার মোঃ আশেকুজ্জামান, প্রধান শিক্ষক পারুল আক্তার, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মাহমুদুল হক, প্রধান শিক্ষক আরিফুজ্জামান কাকন, প্রধান শিক্ষক এসকে আসাদুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের প্রধানগণ ও সহকারী শিক্ষকবৃন্দ। আগামী ১২ জুলাই বুধবার সকাল ১০ টায় এমআর ফাউন্ডেশন একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার সংস্কৃতিক বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]