কলারোয়ায় "জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়-২৩' সমাপণী অনুষ্ঠানে সংস্কৃতিক বিষয়ক পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার(১২ জুলাই) সকাল ১০ টায় সংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগীতার সমাপ্তি ঘটে। এমআর ফাউন্ডেশন একাডেমি অডিটোরিয়ামে দিন ব্যাপি সংস্কৃতিক প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগের শিশু শিক্ষার্থীরা অংশগ্রহন করে কবিতা আবৃত্তি, নৃত্য, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, ছড়া গান, ভাব সংগীত, লোক সংগীত, তবলা ও চিত্রাংকন পরিবেশন করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপন্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান। খেলা উপ কমিটির আহবায়ক সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধুসুদনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে সংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন এমআর ফাউন্ডেশন একাডেমির অধ্যক্ষ আবুল হোসেন, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সহাকারী শিক্ষা অফিসার মোঃ আশেকুজ্জামান, প্রধান শিক্ষক পারুল আক্তার, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মাহমুদুল হক, প্রধান শিক্ষক আরিফুজ্জামান কাকন, প্রধান শিক্ষক
এসকে আসাদুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের প্রধানগণ ও সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে শিশু প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]