কলারোয়ায় জাতীয় সংবিধান দিবস-২২' উৎযাপিত হয়েছে।
শুক্রবার(৪ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি পালনে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র ্যালিটি উপজেলা পরিষদের ব্যস্ততম সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস।
সভাপতির বক্তব্যে তিনি ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত এবং একই বছরের ১৬ ডিসেম্বর( বিজয় দিবস) থেকে সংবিধানের কার্যকারিতার কথা তুলে ধরে সার্বভৌম বাংলাদেশ রাস্ট্রের সর্বোচ্চ আইন( সংবিধান)'র প্রতি শ্রদ্ধা ও সম্মান নিবেদনে সকলের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা তৌফিক হাসান, সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সংগীত শিল্পী শিলা রানী হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সূধিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]