সরদার জিল্লুর: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ -প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান আব্দুল গফুর, সদ্য অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।
সেসময় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের আগে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম।
পরে বাইবেল ও গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাস স্বাগত বক্তব্য রাখেন।
সমবায়ীদের মধ্যে তবিবর রহমান ও মনোয়ারা বেগম বক্তব্য রাখেন।
শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে ঝিকরা সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল আমিন হোসেন, কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান, কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম, কাজিরহাট আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা কেন্দ্রীয সমবায় এসোসিয়েশন লিঃ (বিআরডিবি) এর সভাপতি আব্দুল গফুরকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক মৌসুমী আক্তার ও পরিমল কুমার দাস।
সমবায়ী আবুল কালাম আজাদ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]