স্বেচ্ছায় করবো রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ প্রতিপাদ্য সামনে রেখে কলারোয়ায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর হতে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে তা আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এর পরই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা ব্লাড ব্যাংক এ্যসোসিয়েশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শফিকুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. কামাল রেজা, কলারোয়া গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংগঠনের সভাপতি কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন।
উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক সরদার জিল্লুর, সাংবাদিক জাহিদুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম ও কলারোয়া উপজেলার ১৫ টি ব্লাড ব্যাংকের উদ্যোক্তাগন ও রক্তদাতাগন।
আলোচনা সভার বক্তারা বলেন- আজ ০২ নভেম্বর জাতীয় রক্তদান দিবস। রক্তদান নিঃসন্দেহে একটি ভাল কাজ, এর চেয়ে মহৎ কাজ দ্বিতীয়টি হতে পারেনা।তাই আসুন আমরা মানবতার সেবাই আমরা বেশি বেশি রক্তদান করি, মুমূর্ষু রেগীর জীবন বাঁচায়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন
কলারোয়া ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সেবার সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]