বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ পক্ষের ১১ম দিনে সাতক্ষীরার কলারোয়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) আছর নামাজ শেষে কলারোয়া আল- আমীন ট্রাস্ট অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যুবকরা হলো একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাই যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করে সুন্দর সমাজ গঠনের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে"।
তিনি আরো বলেন, "৫২র ভাষা আন্দোলন, ৭১র মুক্তিযুদ্ধ সর্বশেষ ২৪এর সৈরাচার পতনে সামনে থেকে এই যুবকরাই নেতৃত্ব দিয়েছে। তাই যুবকরা যেন কোন ভুল পথে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সামনে ইসলামী সমাজ বিনিমার্ণে যুবকদের ভ‚মিকা অনিস্বীকার্য। তাই যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে"।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য মো. এরশাদ আলী, উপজেলা যুব বিভাগের সহ. সভাপতি আসাদুজ্জামান রোমেল, সেক্রেটারি শরীফুজ্জামান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]