দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ২ নং জালালাবাদ ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে টিসিবি'র পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(১২ নভেম্বর ) সকাল ৯ টায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ওই টিসিবি'র পণ্য স্বল্পমূল্যে বিক্রয় করা হয়। টিসিবি'র পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুল ইসলাম, সাংবাদিক আজমল হোসেন বাবু সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, সূধি ও উপকারভোগী পরিবারের পরিজনরা।
জালালাবাদ ইউনিয়নের কার্ডধারী ৬৪০ দরিদ্র পরিবারের মাঝে ওই পণ্য বিতরণ করা হয়। প্যাকেজিং পণ্যের মধ্যে রয়েছে কার্ডপ্রতি ৫ কেজি চাউল( ৩০ টাকা কেজি), ২ কেজি মুশুরের ডাল( প্রতি কেজি-৬০ টাকা), ২ লিটার তেল( প্রতি লিটার -১০০ টাকা) ব্যাগ ১০ টাকা । যার সর্বমোট মূল্য- ৪৮০ টাকা। শাপলা ট্রেডিং এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী(ডিলার) জাহিদ হাসানের তত্বাবধানে ওই পণ্য বিক্রয় করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]