কলারোয়া(সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় টানা দুই দিনের ভারী বৃষ্টিতেপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের ক্ষেত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যানচালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ব্যাপক ক্ষতি হয়েছে আগাম শীতকালীন সবজি চাষীদের।আবহাওয়া অফিসের তথ্যমতে, ১৩ই সেপ্টেম্বরে ভোর হতে ১৪ই সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৫মিলিমিটার। আগামি দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার আছে।
কলারোয়া পৌর সদরের এক নম্বর ওয়ার্ডের ভ্যান চালক নাসির উদ্দিন জানান , আমার বাড়ি চারিপাশে সকল রাস্তা পানিতে তলিয়ে গেছে , ভ্যান নিয়ে বাহিরে হওয়ার মত তেমন কোনো রাস্তা নেই। যদিও কষ্ট করে ভ্যান বের করি তবে বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি আছে।
দিনমজুর আজিজ জানান, দুইদিন ধরে ঘরে বসে আছি। কাজকর্মে যেতে পারছি না। বৃষ্টি থামার চিহ্ন নেই। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছি।
এদিকে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পৌরসদরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কারণ উপযুক্ত কোন ডেন ব্যবস্থা নেই ।ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকার মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান চত্বর পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]