কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় তালার সুভাষিনী ক্রিকেট একাডেমিকে ৯ উইকেটে হারিয়েছে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমি।
মঙ্গলবার (২২শে মার্চ) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয় সুভাষিনী ক্রিকেট একাডেমি।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মিলন ২২ বলে ৩৭ রান, সাইফুল ২৩ বলে ২৬ রান ও ইউসুফ ১৮ বলে ১৩ রান করেন।
বোলিংয়ে সুন্দরবন ক্রিকেট একাডেমির পক্ষে অনি ৪ ওভারে ১৮ রান ১ মেডেন ৪ উইকেট আশরাফুল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট লাভ করেন।
সুন্দরবন ক্রিকেট একাডেমি ১৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভার ৪ বল খেলে ১ টি উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয়।
ফলে সুন্দরবন ক্রিকেট একাডেমি ৯ উইকেটের বিশাল জয় পায়।
দলের পক্ষে শাহজাহান ২৬ বলে ৫৫ রান, সাঈদ ৩১ বলে ৫১ রান ও অনি ১৬ বলে ১৩ রান করেন করেন।
বোলিংয়ে সুভাষিনী পক্ষে দিনার ১টি উইকেট লাভ করেন।
ম্যাচটি পরিচালনা করেন নাজমুল হাসনাইন মিলন ও সাজিদুল করিম তপু
স্কোরারের দায়িত্ব পালন করেন অহিদ।
বোর্ড স্কোরারের দায়িত্ব পালন করেন জহির ও সাইফ।
ক্রিকেটপ্রেমী অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম বাবু, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের এর ক্রিয়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ইমন প্রমুখ৷
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]