সাতক্ষীরার কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুন্দরবন ক্রিকেট একাডেমি।
কলারোয়া ক্রিকেট একাডেমি আয়োজিত ফাইনাল ম্যাচটি বুধবার (৮ জুন) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে শুরু হয়। খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ১২২ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে তানভির ৩৬ বলে ৫২ রান, নোমান ১২ বলে ২৪ রান, আসিফ ১০ বলে ১৮ রান করেন।
বোলিংয়ে সুন্দরবন ক্রিকেট একাডেমির পক্ষে অনি ২টি, রাসেল ৩টি উইকেট লাভ করেন।
১২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ১৩ ওভার ২ বল খেলে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করে জয়ের বন্দরে পৌছে যায়।
ফলে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ৫ উইকেটের জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দলের পক্ষে সাহাজাহান ২৬ বলে ৫০ রান, রাসেল ২৯ বলে ৩০ রান করেন।
বোলিংয়ে সাতক্ষীরার ক্রিকেট একাডেমির নোমান ৩টি, নিশিত ও লিটু ১টি করে উইকেট লাভ করেন।
ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ মনোনীত হন চ্যাম্পিয়ন দলের রাসেল।
ম্যাচটি পরিচালনা করেন নাজমুল হাসনাইন মিলন ও সাজু হালদার।
ধারাবিবরণিতে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও রুস্তম আলী।
স্কোরারের দায়িত্ব পালন করেন মুরাদ হোসেন। বোর্ড স্কোরারের দায়িত্ব পালন করেন জহির।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
এদিকে, খেলা শেষে ক্লেমন লটারি মাধ্যমে প্রথম পুরষ্কার বাইসাইকেল পান মুজিবর, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার গেঞ্জি পান সাগর ও আমিনুর।
অসংখ্য দর্শকের পাশাপাশি খেলা উপভোগ করেন ও পুরষ্কার বিতরণীতে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, সাংবাদিক হাবিবুর রহমান রনি প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]