কলারোয়ায় টি-20 ক্লেমন কাপের উদ্বোধনী খেলায় স্বাগতিকদের হারিয়েছে তালার সুভাষিনী ক্রিকেট একাডেমি
৮মার্চ মঙ্গলবার দুপুরে কলারোয়া সরকারি জিকে এমকে পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৯ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আনারুল ৪৯ বলে ৫৫ রান ও মিল্টন ১৮ বলে ২৫ রান করেন।
বোলিংয়ে সুভাষিনী ক্রিকেট একাডেমির পক্ষে বিল্লাহ ৪ ওভারএ ১৬ রান দিয়ে ৪ উইকেট ও মিলন ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।
সুভাষিনী ক্রিকেট একাডেমি ১৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে হৃদয় ৪৮ বলে ৬৪ রান ও মিলন ১৩ বলে ২৩ রান করেন।
বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির পক্ষে ফাহিম ও মুরাদ ২ টি করে উইকেট লাভ করেন। শাওন ও জাকির একটি করে উইকেট লাভ করেন।
ম্যান অফ দ্যা ম্যাচ হন বিল্লাহ।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাবিবুল হাসান ও শাওন হোসেন।
ধারাবিবরণী ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও সানবিম করিম সিয়াম।
স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাস, তুষার ও সাঈফ।
বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দিন মৃধা, আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, সদ্য বিপিএল মাতানো ক্রিকেটার মৃত্তুঞ্জয় চৌধুরি, শেখ শাহাজান আলী শাইন, কলারোয়া ক্রিকেট একাডেমির কোচ নাজমুল হাসান মিলন, হাসনাইন নাঈম, রাছেল প্রমুখ।
[video width="640" height="352" mp4="https://kalaroanews.com/wp-content/uploads/2022/03/received_2247324628748129.mp4"][/video]
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]