জুুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় ৩হাজার’ ৫শ’ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট (নতুন মাদক) পাচারকালে নারীসহ ২ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের সরকারী স্কুলের গলির মধ্যে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে-সোমবার বেলা ১২টার দিকে কলারোয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই আজম মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যদের সাথে নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৪০) ও কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের মুনছুর আলীর ছেলে মনিরুল ইসলাম (২১) সহ ২জন পালানোর চেষ্টাকালে তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে ধরে ফেলে। ওই সময় তাদের কাছ থেকে ৩হাজার ৫শ’ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্যে ১৭৫,০০০ টাকা। এঘটনায় কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা (নং-৪(০৬)২৪) দায়ের হয়েছে।
এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন-আটককৃত আসামীদের জেল হাজতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]