জুলফিকার আলী, (কলারোয়া): সারাদেশে চলছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। ইতিমধ্যে সাতক্ষীরায় ৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং অনেক মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেক সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
ইতিমধ্যে কলারোয়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ড গদখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসান হাসানুরের স্ত্রী সোনিয়া খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ২/১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আসছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সফিকুল ইসলাম এবং অনেক মানুষ বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই ভয়াবহ রোগ থেকে বাঁচার একমাত্র উপায় জনসচেতনতা। এই জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা কলারোয়ায় তে ০৮ নং ওয়ার্ড দলনেতা মোঃ তৌফিক ইসলাম পিয়ার, ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে শনিবার বিকালে কলারোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বেড়াতে ও দোকানে যেয়ে গনসংযোগ করে সাধারণ মানুষকে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয়, ডেঙ্গুর জিবানু বাহি এডিস মশা নিধন সম্পর্কে বুঝান ও লিফলেট বিতরণ করেন।
এলাকায় বাসি ডেঙ্গু জ্বর সম্পর্কে জানতে পেরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানাই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]