কলারোয়ায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণ করলো 'মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (৩ মে) সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারি কলেজ গেটের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের পাশে বাস, ট্রাক, ইজিবাইক, ভ্যান, মহেন্দ্র, মোটরসাইকেল, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে এগুলো বিনামূল্যে প্রদান করা হয়। বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে।
এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আরিফ মাহমুদ, ব্যবসায়ী কাজী পারভেজ, আয়োজক সংগঠনের সভাপতি ইমরান আফ্রিদি, সিহাব, মিজানুর, মাহি, আলামিন, রাসেল, রাকিব, আলম, প্রান্ত, মাহি, সরোয়ার, ইমন, নাইম হোসেন, রিয়াজ, ইবরাহিম, রাজু, সাদিক, মামুন, সামিউল, মুজাহিদ প্রমুখ।
পানি বিতরণকালে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী শত শত মানুষকে স্বপ্রণোদিত হয়ে ঠান্ডা পানি ও শরবত পান করতে দেখা যায়। তৃষ্ণার্ত ব্যক্তিরা পানি পান করে তৃপ্তি প্রকাশ করেন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উদ্বোধক প্রফেসর আবু নসর বলেন, 'মানুষের পাশে দাঁড়ানো ও মানবতা নিঃসন্দেহে একটি ইবাদাত। এটি ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর।'
মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশনের সভাপতি ইমরান আফ্রিদি জানান, 'তাদের এই কার্যক্রম ৩দিনের। শনিবার কলারোয়া ও মুরারীকাটির আশপাশের বিভিন্ন ফসলিমাঠে কর্মরত কৃষকদের মাঝে অনুরূপভাবে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করবেন।'
ছবিতে
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]