কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাব-রেজিস্ট্রার সনদপত্র দলিল লেখকদের দিনব্যাপী ২০২৩-২৪ অর্থবছর অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সাব-রেজিস্ট্রারের নিজস্ব কার্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণত কর্মরত ৪৫ জন সনদপ্রাপ্ত দলিল লেখকগণের শুদ্ধাচার, নৈতিকতা, কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব ও কোর্স পরিচালনার দায়িত্ব পালন করেন কলারোয়া সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রার মইনুল হক।
অনুষ্ঠান সঞ্চালন করেন অফিস সহকারী শেখ আব্দুল জব্বার।
আলোচনা সভার শুরুতেই সর্বপ্রথম পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে শুরু করা হয়।
এ সময় অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। অফিসের সঠিক বিষয়ের প্রচার করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]