কলারোয়া উপজেলার মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা থেকে উপজেলার সব মাদ্রাসা মিলিয়ে ৬৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১৬ জন অনুপস্থিত, ৫১ জন 'এ+' ও অকৃতকার্য হয়েছে ২৮ জন। উপজেলায় মাদ্রাসার পাশের হার ৯৫.৫২%। এরমধ্যে সর্বাধিক ১৬ জন 'এ+' পাওয়ার গৌরব অর্জন করেছে ইসলামপুর দাখিল মাদ্রাসা।
এদিকে, কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষায় ৩জন 'এ+' সহ শতভাগ পাশ করেছে।
২০২৪ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জন। এরমধ্যে ৩ জন 'এ+'সহ শতভাগ পাশ করেছে। এছাড়া ১২ জন 'এ', ৮ জন 'A-', ৫ জন 'B', ১ জন 'সি' ও ১ জন 'ডি' গ্রেড পেয়ে উর্ত্তীর্ণ হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]