কলারোয়ায় দাখিল পরীক্ষা-২৩'র কেন্দ্রের প্রকাশিত ফলাফলে ৬ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ লাভ করে উত্তীর্ণ হয়েছে।
সূত্র মতে, এ বছর দাখিল পরীক্ষায় কলারোয়া উপজেলার ২৯ টি মাদ্রাসা থেকে ৬৩২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ৩৫৯ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৫৬.৮০ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ৪ টি মাদ্রাসার ৬ পরীক্ষার্থী জিপিএ- ৫ প্রাপ্ত হয়। জিপিএ- ৫ প্রাপ্তদের মধ্যে সিংহলাল দাখিল মাদ্রাসায় ২জন, কাকডাঙ্গা ফাজিল মাদ্রাসা-২ জন, ইসলামপুর দাখিল মাদ্রাসা-০১ ও বসন্তপুর দাখিল মাদ্রাসা থেকে ০১ জন।
উপজেলার ২৯ টি মাদ্রাসার ফলাফলে শতকরা পাশের হার অনুযায়ী বুঝতলা আলিম মাদ্রাসা শীর্ষে অবস্থান করছে। এই মাদ্রাসা থেকে ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। শতকরা পাশের হার ৯৭.১৪% ভাগ। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে কেউ জিপিএ-৫ লাভ করেনি।
এ দিকে উপজেলার ক্ষেত্রপাড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২ জন ছাত্রীর মধ্যে কেউ পাশ করেনি। শতকরা পাশের হার-০.০০ %। তবে ফলাফলে দেখা যায় ২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলো।
উল্লেখ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কলারোয়া আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা-২৩' কেন্দ্রে উপজেলা ২৯ টি মাদ্রাসা থেকে ৬৩২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]