কলারোয়ায় দাখিল পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে ২০২৫ সালের দাখিল পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে ও সুপার মোঃ মোনায়েম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
তিনি শান্তিপূর্ন ও নকলমুক্ত পরীক্ষা গ্রহন করার জন্য কক্ষ পরিদর্শকদের সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, পরীক্ষার কর্তব্য পালন করাও একটি ঈমানী দায়িত্ব। সেজন্য আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ও ক্লাশে আসতে বাধ্য হবে।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, সহকারী কেন্দ্র সচিব সুপার মোঃ সিরাজুল ইসলাম, সুপার মোঃ ইদ্রিস আলী, আঃ সাত্তার, আবু ইউসুফ, নুরুল ইসলাম, মতিউর রহমান, মোঃ মুজিবুর রহমান, মোঃ আলতাফ হোসেন, মোঃ বজলুর রহমান, মোঃ ইসমাঈল হোসেন, আব্দুল মালেক, মোস্তফা জামান, পরীক্ষা কমিটির শফিউল আযম, মাসুম বিল্লাহ, মোঃ আয়নুদ্দীন, মোঃ আমিনুর রহমান, কলারোয়া আলিয়া মাদ্রাসার মাওলানা তৌহিদুর রহমান, মোঃ মহিদুর রহমান, শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দাখিল পরীক্ষার কেন্দ্র কলারোয়া আলিয়া মাদ্রাসা। ২০২৫ সালে কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৫৪১ জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]