সাতক্ষীরার কলারোয়ায় সারাদেশের ন্যায় দীর্ঘ তের বছর পর পুনরায় সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে ১২৭টি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিকের বূত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩০শে ডিসেম্বর) শুক্রবার সকাল ১০টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি কেন্দ্রে মোট ৮৫৬ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। আবার নতুন করে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার নতুন নিয়মে অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের উত্তরপত্র ও প্রশ্ন ছাড়াই বুক লিস্টের মাধ্যমে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। অর্থাৎ ৪টি বিষয়ে ১০০ নম্বরে পরীক্ষা হয়। বিষয়গুলো হলো বাংলা ২৫ নম্বর, ইংরেজি ২৫ নম্বর, গণিত ২৫ নম্বর ও বিজ্ঞান ২৫ নম্বর। কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুলের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আব্দুর রব জানান আমার কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
২নং কেন্দ্রের হল সুপার শিক্ষক বাবলুর রহমান বলেন প্রত্যেক বিদ্যালয়ের কিছু সংখ্যা মেধাবী ছাত্র-ছাত্রীদেরা পূর্বের ন্যায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সুস্থ সুন্দর পরিবেশে দুই ঘন্টা সময়ের মধ্যে সকল ছাত্র-ছাত্রী বুক লিস্টের পদ্ধতির মাধ্যমে পরীক্ষা শেষ করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]