কলারোয়ায় অসহায় দুইজন নারী ও পুরুষকে সেলাই মেশিন ও ভ্যান প্রদান করলো উপজেলা জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে খাদ্য গোডাউন মোড় এলাকার জামায়াত অফিসে অসহায় একজন পুরুষকে জীবিকা নির্বাহের জন্য একটি ইঞ্জিন চালিত মোটর ভ্যান ও একজন নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
ভ্যান ও সেলাই মেশিন প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, উপজেলা কর্ম পরিষদ সদস্য প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, পৌরসভা আমীর ডাক্তার ইউনুস আলী বাবু, জালালাবাদ ইউনিয়ন জামায়াত নেতা ইসলামী ব্যাংক কলারোয়া শাখার সিনিয়র অফিসার জাকির হোসেন, জামায়াত নেতা জাহিদুর রহমান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]