মোস্তফা হোসেন বাবলু: সাতক্ষীরার কলারোয়ায় দুই জন মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (এক শত) করে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার মুরারিকাটি (হল মোড়) এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পৌরসভার মুরারিকাটি গ্ৰামে ইয়াছিন আলীর ছেলে হাসিবুল ইসলাম (১৯) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৩) মাদক সেবনের সময় থানা পুলিশ উপ-পরিদর্শক রুহুল আমিন ও জেসমিন আরা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬(৫) ধারায় ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুই শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলা নং-৩৫ এবং ৩৬, ৪/০৯/২০২৫।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের নীতি বাস্তবায়নে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]