দেবাশীষ চক্রবর্ত্তী বাবু, (নিজস্ব প্রতিবেদক): কলারোয়ায় আসন্ন দুর্গা পুজাকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরী, সাজসজ্জা ও উৎসবের আমেজ বিরাজ করছে। শরৎ মানেই দুর্গা পুজার আমেজ তাই কলারোয়ার সনাতনীদের মধ্যে পুজার আমেজ বিরাজমান। প্রতিমা তৈরী, সাজসজ্জা ও কেনাকাটার ব্যাস্ততা তাদের।
শরৎতের বাতাসে সাদা কাঁশ ফুলের দোলা যেমন মনে রঙ্গিন স্বপ্নের সঞ্চার হয় তেমনি দুর্গা মায়ের আগমনে সনাতনীরা রঙ্গিন স্বপ্নে মসগুল।
কলারোয়ার মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরী, সাজসজ্জার প্রস্তুতির কমতি থাকছে না। তেমনি সনাতনীদের ঘরে ঘরে উৎসবের আমেজ ও নতুন জামা কাপড় কেনাকাটার প্রস্তুতি চলছে। শুধু তাই নয় কোথাও কোথাও প্রতিমা তৈরীর কাজ চলমনা, কোথাও আবার শেষ হয়েছে পুজা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
কলারোয়ার পুজা উৎযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের দেওয়া তথ্য মতে এ বছর কলারোয়ায় ৪৮ টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]