কলারোয়ায় বেকার- দু:স্থ নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে এডিপি'র অর্থায়নে বৃহস্পতিবার(৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোশারাফ হোসেন, জাকির হোসেন ও সমীরন ঘোষ সহ প্রশিক্ষনপ্রাপ্ত উপকারভোগী নারী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা, দু:স্থ ও অস্বচ্ছল মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরন ও অনুদান প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়ষী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২২-২৩' অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি)' র অর্থায়নে উপজেলার প্রায় শতাধিক অস্বচ্ছল ও দু:স্থ নারীদের প্রশিক্ষণ শেষে তাদের জীবন মান উন্নয়নে আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে ওই সেলাই মেশিন ও ভাতা প্রদান করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]