কলারোয়ায় ধানের ভেজাল বীজ বিক্রয়ের অভিযোগে বিক্রেতা ও ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম।
জানা গেছে, বায়ার কোম্পানির আমদানিকারক ও এসিআই কোম্পানির বাজারজাতকরণ ধানী গোল্ড ধানের বীজে ভেজালের অভিযোগ করেছেন বহু কৃষক। ধানী গোল্ড ধানের বীজ রোপন করে কৃষকের মাথায় হাত- এরূপ একটি নিউজ কলারোয়া নিউজে প্রকাশিত হওয়ার পরে বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে সত্যতা পাওয়ায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় স্থানীয় ডিলার ও বিক্রেতাকে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা দেয়া ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গা বাজারের মেসার্স কবীর এন্টারপ্রাইজের কবিরুজ্জামান (৫০) ও মেসার্স শাওন এন্টারপ্রাইজের আব্দুর রাজ্জাক (৫০)।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হকসহ সংশ্লিষ্টরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]