মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়ায় নতুন কারীকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাসটার ভিত্তিক প্রশিক্ষণের সমাপনী সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) কলারোয়ায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে, নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাস্টার ভিত্তিক ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। ৮ম ও ৯ম শ্রেণির মাধ্যমিক পর্যায়ে হাইস্কুল ও দাখিল মাদ্রাসার ১১টি বিষয়ে ১২০০ জন শিক্ষক উপজেলা পর্যায়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।
কলারোয়া গার্লস হাইস্কুলে ও কলারোয়া এম.আর ফাউন্ডেশন বিদ্যালয়ে গত ১৮ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর রবিবার বিকেলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম.আর ফাউন্ডেশন বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হোসেন ও গার্লস পাইলট হাইস্কুল প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব।
প্রশিক্ষণ কার্যক্রমে ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন কলারোয়া কামারালী বহুমুখী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাহাবুদ্দিন ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আমানুল্লাহ। এছাড়াও সিংহলাল দাখিল মাদ্রাসারসহ অনেক শিক্ষক ট্রেইনারের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে’, নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ৭ দিনব্যাপী ক্লাস্টার ভিত্তিক ৮ম ও ৯ম শ্রেণির উপজেলা ২য় পর্যায়ে ১৮ নভেম্বর শুরু থেকে ২৪ নভেম্বর বাংলাদেশের ৩০টি জেলায় একযোগে শেষ হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]