কাজী শাহীন: কলারোয়ায় প্রধান শিক্ষকদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে নৈতিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কলারোয়ার আরএফসি সেন্টারে স্কুল অফ লিডারশীপ (SOLE) ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে নৈতিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্কুল অফ লিডারশিপ (SOLE) ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষে উপস্থিত ছিলেন (SOLE) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফয়েজ কাওসার ও এক্সিকিউটিভ মেম্বার মো. মনিরুজ্জামান মনির।
সভায় জানানো হয়- স্কুল অফ লিডারশীপ (SOLE) ইউএসএ এর বোর্ড মেম্বার পাষ্টর অসিম মালাকার স্কুল অফ লিডারশীপ (SOLE) ইউএসএ ইতোমধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর নৈতিক শিক্ষা বিকাশে পাঠদানের জন্য পাইলট প্রকল্প অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসাবে কলারোয়া উপজেলায় চারটি মাধ্যমিক স্কুলকে বেছে নেয়া হয়েছে স্কুলগুলো হলো- বামনখালি হাইস্কুল-
প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সরসকাটি ইউনাইটেড হাইস্কুল- প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সাতক্ষীরার বাবুলিয়া জয়মনি শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সেন ও কলারোয়া হাতে খড়ি শিশু বিকাশ একাডেমি- প্রধান শিক্ষক কাজী শাহীন।
অনুষ্ঠানে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফয়েজ কাওসার SOLE এর উদ্দেশ্য ও বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপনা করেন।
এক্সিকিউটিভ মেম্বার মো. মনিরুজ্জামান মনির (SOLE) এর বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধান শিক্ষক উনাদের মতামত উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মোশারফ হোসেন, নাসির উদ্দন, গোপাল চন্দ্র সেন, কাজী শাহীন, মিস্টার আন্দ্রিয় বিশ্বাস, সঞ্জয় কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী দিনে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সমাজ, দেশ ও জাতির উন্নয়নে (SOLE) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অঙ্গীকার করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]