নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকা বিজয়ের দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাটরা হাইস্কুল ময়দানে নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, পৌর কাউন্সিলর শফিউল আলম, আসাদুজ্জামান তুহিন, আলফাজ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না প্রমুখ। জনসভা সঞ্চালন করেন যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]